শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Logo

রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র ৩১ দফা: অধ্যাপক কামাল

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৫পিএম

রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র ৩১ দফা: অধ্যাপক কামাল

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন বলেছেন,  বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র। ৩১ দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিএনপি জনগণের জন্য এই দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।

বৃহস্পতিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচার কর্মসূচি এবং সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক কামাল হোসেন এসব কথা বলেছেন। এসব কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অধ্যাপক কামাল বলেন, ‎বিএনপি সরকার গঠন করলে প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয় নাগরিকরা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে এসব কেন্দ্র থেকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানেরও ব্যবস্থা থাকবে। 

তিনি বলেন, বিএনপি মনে করে একটি টেকসই রাষ্ট্রের তিনটি ভিত্তি হলো- কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য। আমরা কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করব, শিক্ষার মান উন্নয়ন করব এবং স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করব। এই তিনটি স্তম্ভে দৃঢ় ভিত্তি গড়ে তুললেই উন্নয়ন টেকসই হবে। 

রামপুর পাথার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি। এসময় অনুষ্ঠানে বাগমারা উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার মোশারফ হোসেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন- গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, নরদাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতাকর্মীরা।