বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করতেন না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে রাজশাহীতে।’ সোমবার বিকেলে রাজশাহীর কোর্ট স্টেশন রোডে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের রাজনীতি করে, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আস্থাভাজন দলে পরিণত হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকেও হত্যা করতে চেয়েছে সরকার, কিন্তু ব্যর্থ হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও বিএনপি ধৈর্য্য ধরে আছে। কারণ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’
তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। অনেকেই এখনো নিখোঁজ। শেখ হাসিনা নির্বাচন দিতে ভয় পান, তারেক রহমানকে ভয় পান বলেই দেশে ফিরতে দেননি।’
দলের ভেতর বিভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কে এমপি, কে চেয়ারম্যান হবেন তা নির্ধারণ করবেন তারেক রহমান। যারা অপকর্মে জড়াবে, তাদের দল থেকে বাদ দেওয়া হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন- মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।