সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

রাজশাহীতে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের সেমিনার

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:৩৪এএম

রাজশাহীতে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুলের সেমিনার

বাংলাদেশে আন্তর্জাতিক ব্যাচেলরিয়েট বা আই.বি অনুমোদিত প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল, প্রতিষ্ঠানটি এবার রাজশাহীতে আয়োজন করেছে একটি পরিচিতিমূলক সেমিনার। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে তুলে ধরা হয় বিশ্বমানের শিক্ষা, আবাসিক সুবিধা এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতির নানা দিক।

রাজশাহীর হোটেল এক্স-এ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হয় প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল-এর এক তথ্যবহুল সেমিনার। সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহীর অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা।

অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে তুলে ধরা হয়—আন্তর্জাতিক ব্যাচেলরিয়েট (IB) কারিকুলাম, আবাসিক শিক্ষাব্যবস্থা, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, সহশিক্ষা কার্যক্রম ও গ্লোবাল বিশ্ববিদ্যালয় প্রস্তুতির দিকনির্দেশনা।

ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে, মাওয়ার সবুজপ্রাণ পরিবেশে গড়ে ওঠা এই স্কুলটি বাংলাদেশের একমাত্র IB World School, যেখানে চালু রয়েছে Middle Years programme (MYP) এবং Diploma Programme (DP)। 

প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল-এর রয়েছে বিশ্বমানের আবাসিক সুবিধা, দেশি-বিদেশি শিক্ষক, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ল্যাব, সুইমিং পুল, লাইব্রেরি, খেলাধুলার জন্য আলাদা গ্রাউন্ড এবং ২৪ ঘণ্টার মেডিকেল ইউনিট।

আয়োজকেরা জানান, এরই মধ্যে ২০২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের পর শিক্ষার্থী বাছাই হবে সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে। আবাসিক ব্যবস্থা হওয়ায় সারা দেশের শিক্ষার্থীদের জন্যই রয়েছে উন্মুক্ত সুযোগ।

রাজশাহীতে এমন আয়োজন স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন—দেশেই এমন আন্তর্জাতিক শিক্ষার সুযোগ নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

অন্যদিকে, রাজশাহীর মতো শহরগুলোতে এমন সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন অভিভাবকরা।

প্লেজ হারবার স্কুল কর্তৃপক্ষ বলেন, "বিশ্বমানের শিক্ষার নতুন ঠিকানা হতে যাচ্ছে প্লেজ হারবার। এখান থেকেই শুরু হতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যতের স্বপ্নযাত্রা।" আন্তর্জাতিক মানের শিক্ষা আর আবাসিক পরিবেশ নিয়ে প্লেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল এখন একটি স্বপ্নের নাম।