রাজশাহীতে কয়েকদিন ধরেই ছড়িয়ে পড়েছিল স্বাক্ষর ছাড়া একটি ‘চাঁদাবাজদের তালিকা’। সেখানে ছিল ১২৩ জনের নাম। এবার ছড়িয়েছে পুলিশের এক কর্মকর্তার স্বাক্ষর করা তালিকা। চাঁদাবাজদের এমন একটি তালিকা আজকের পত্রিকার হাতেও এসেছে।
এতে দেখা গেছে, বোয়ালিয়া মডেল থানা এলাকার ২০ জনের একটি তালিকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদের স্বাক্ষর রয়েছে। ২১ জুলাই এই তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সূত্রে বর্ণিত স্মারকের আলোকে এ থানা এলাকায় জনমনে আতঙ্ক, জনগণের নিরাপত্তা বিঘ্নকারী চাঁদাবাজদের নামের তালিকা প্রেরণ করা হলো।’ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এভাবে সব থানা এলাকার তথ্য নেওয়া হয়েছে বলে অনেকেই ধারণা করছেন।
রাজশাহী নগর পুলিশের ১০ থানা এলাকার ১২৩ জনের যে তালিকা ছড়িয়ে পড়ে সেখানে রাজনৈতিক পদ উল্লেখ ছিল। বোয়ালিয়া থানার ওসি মোস্তাক স্বাক্ষরিত তালিকায় একজন ছাড়া কারও দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি। তবে আগের তালিকার সঙ্গে বোয়ালিয়া থানা এলাকার ‘চাঁদাবাজদের’ নামের তালিকা প্রায় একই দেখা গেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি মোস্তাক আহমেদ বলেন, ‘তালিকায় আমার স্বাক্ষর কারা করল, কীভাবে করল- আমি জানি না।’
স্বাক্ষরযুক্ত তালিকাটির ব্যাপারে জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘এমন হলে তো তাহলে সব থানা থেকেই এভাবে তথ্য নেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা আমি জানি না। ওসির স্বাক্ষরও আমি চিনি না।’
বোয়ালিয়া থানা এলাকার তালিকায় যাদের নাম রয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, মব সৃষ্টি করে পুলিশে তুলে দেওয়া ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
তালিকায় নাম আছে স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদারের। তিনি বলেন, ‘এই তালিকা শত্রুতাবশত তৈরি করা। আমার নামে কখনও এমন কোনো অভিযোগ ছিল না।’
এর আগে সম্প্রতি মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। মামলার ৩৬ আসামির মধ্যে ১৮ জনেরই নাম দেখা যায় ছড়িয়ে পড়া তালিকায়।
এই মামলার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। সেখানে নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু দাবি করেন, এই তালিকা পুলিশেরই তৈরি করা। তালিকায় তিনি বোয়ালিয়ার ওসির স্বাক্ষর দেখেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে এমন তালিকা করার কথা অস্বীকার করা হয়েছে।