সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বোন, ভাগনে-ভাগনিসহ নিহত ১৪

Journalist Name

উত্তরভূমি বার্তাকক্ষ

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৬:২১পিএম

জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বোন, ভাগনে-ভাগনিসহ নিহত ১৪

পাকিস্তানের বাহাওয়ালপুরে সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মাসুদ আজহারের নামে প্রচারিত বিবৃতির বরাদ দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

মাসুদ আজহারের নামে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তর- বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ ‘সুবহান আল্লাহ’-তে হামলায় যারা নিহত হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন তাঁর বড় বোন, তাঁর স্বামী, এক ভাগনে ও তাঁর স্ত্রী, এক ভাগনি এবং পরিবারের পাঁচ শিশু।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পরিবারের দশ সদস্য আজ রাতে এক সঙ্গে এই সুখের ভাগীদার হয়েছেন... পাঁচজন নিরীহ শিশু, আমার বড় বোন, তাঁর শ্রদ্ধেয় স্বামী। আমার বিদ্বান ফাজিল ভাঞ্জে (ভাগনে) ও তাঁর স্ত্রী এবং আমার প্রিয় বিদ্বান ফাজিলা ভাঞ্জি (ভাগনি)... আমার প্রিয় ভাই হুযাইফা ও তাঁর মা। আরও দুজন প্রিয় সঙ্গী।’

তিনি বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তারা আল্লাহর মেহমান হয়েছেন।’ তিনি নিহতদের জানাজায় অংশ নেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার কোন আফসোস বা হতাশা নেই। বরং, আমার বারবার মনে হয়েছে, আমিও যদি এই চৌদ্দ সদস্যের সুখী কাফেলায় যোগ দিতে পারতাম!’

৫৬ বছর বয়সী মাসুদ আজহার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত। তিনি ২০০১ সালে ভারতের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা হামলা সহ ভারতে একাধিক সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ আছে।

তিনি পাকিস্তানে আছেন কি না এই বিষয়টি যদিও রহস্য, তবে ইসলামাবাদ বারবার তাঁর সম্পর্কে তথ্য থাকার কথা অস্বীকার করেছে।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে গত রাতে (৫ মে দিবাগত রাত) ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, এই হামলায় ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অভিযানে বেসামরিক নাগরিকদের হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন।