সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

রাজশাহীতে চাকরি মেলা অনুষ্ঠিত

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৮পিএম

রাজশাহীতে চাকরি মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে রোববার রাজশাহী মহানগরীর গ্রেটার রোডের একটি কমিউনিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় মোট দশটি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধন হওয়া এ মেলায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

সহ-সভাপতি আবু হাসনা পলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, পার্টনার সংস্থার পরিচালক আলিমা খাতুন লিমা, উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠানের সভাপতি হাসিনা খাতুন জাবেদা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক জিয়াউদ্দিন আহমেদ জিয়া। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবনে অর্থের প্রয়োজন হয়। এই অর্থ উপার্জনের জন্য ব্যবসা বা চাকরির বিকল্প নেই। চাকরি করতে হলে দক্ষতা অর্জন জরুরি, আর এজন্য কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। একইসাথে চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন তিনি। যুবসমাজকে চাকরি খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার দিকেও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—আপস, উত্তরণ সেভিং অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, আল-নিসা হোম ক্যান্টিন, উত্তরণ কারুপল্লী, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, ওয়ালটন, উদয়ন কুটির শিল্প প্রতিষ্ঠান, রূপরেখা বিউটি পার্লার, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স এবং সোনালী দিন মানব কল্যাণ সংস্থা।