সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

‘অপহরণের’ পর পলকের এপিএস ফেসবুকে লিখলেন, ভালো আছি

Journalist Name

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:১৮পিএম

‘অপহরণের’ পর পলকের এপিএস ফেসবুকে লিখলেন, ভালো আছি

সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।

মঙ্গলবার শ্বশুরের জানাজা শেষে ঢাকায় ফেরার পথে অপহরণের এই ঘটনা ঘটে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

বকুল সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগীর মা শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘বকুলকে তুলে নেওয়ার পর তাঁর মোবাইল ফোন থেকে মোটা অঙ্কের মুক্তিপণ চান কয়েকজন। মুক্তিপণের টাকা না দিলে আমার ছেলের পরিণতি খারাপ হবে বলে সংযোগ কেটে দেন। এরপর আমরা পুলিশ প্রশাসনকে জানাই ও বিভিন্ন মাধ্যমে খোঁজ শুরু করি।’

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সিংড়া ছাড়েন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী নাজমুল হক বকুল। এরপর থেকে তিনি ঢাকায় অবস্থান করেন। গতকাল সোমবার শ্বশুর মারা গেলে তিনি সিংড়া আসেন।

আজ শ্বশুরের জানাজায় অংশ নিতে সিংড়ার সাতপুকুরিয়া যান বকুল। জানাজা শেষে ফেরার পথে ওই এলাকা থেকে কয়েকজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেন। বকুলকে নিয়ে মোটরসাইকেল বহর তাজপুর হয়ে চৌগ্রামের দিকে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানার পর, বকুলের পরিবার তাঁর খোঁজ নিতে শুরু করে। পরে বকুলের পরিবার সিংড়া থানা ও প্রেসক্লাবে যোগাযোগ করেন।