চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি। অবশেষে রাজশাহীর মোহনপুর থানা-পুলিশের অভিযানে তিনি ধরা পড়েছেন।
গ্রেপ্তার মোসলেম উদ্দিনের বাড়ি মোহনপুর উপজেলার মহব্বতপুর গ্রামে। তার বাবার নাম আবদুস সাত্তার। বুধবার দিবাগত রাতে তাকে রাজধানী ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মোসলেম উদ্দিন ব্যবসায়ী। ২০১৮ সালের ৫ মার্চ চেক জালিয়াতির মামলায় আদালতে তার এক বছরের কারাদণ্ড হয়। পাশাপাশি তাকে ৬০ লাখ টাকা জরিমানা করেন আদালত। তখন থেকেই পলাতক ছিলেন মোসলেম।
অবশেষে সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।