রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনসহ তিন দফা দাবি জানিয়েছে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলো।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— সাইবার বুলিং রোধে কার্যকর একটি সেল গঠন, অনলাইনে অপপ্রচার চালানো বিভিন্ন গ্রুপ ও পেজ বন্ধ করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভোটাধিকার বাতিল করা এবং ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ বলেন, আবাসিক হলগুলোতে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। এ পরিস্থিতিতে হলে কোনোভাবেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তাই শিক্ষার্থীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে একাডেমিক ভবনেই ভোটকেন্দ্র স্থাপন জরুরি।