সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

অ্যাম্বুলেন্সে পাচার হচ্ছিল গাঁজা, ধরল র‌্যাব

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ০২:০৭পিএম

অ্যাম্বুলেন্সে পাচার হচ্ছিল গাঁজা, ধরল র‌্যাব

রাজশাহীতে একটি অ্যাম্বুলেন্সে করে পাচার করা হচ্ছিল গাঁজা। খবর পেয়ে র‌্যাব গাঁজার চালানটি জব্দ করেছে। এ সময় গোলাম সারোয়ার জাহান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি।

সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অ্যাম্বুলেন্সে যাত্রী বেশে গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাচ্ছিলেন গোলাম সারোয়ার জাহান। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।