নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। সোমবার (৩ মার্চ) উপজেলা কাঁচাবাজারের পাশে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
এখানে প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি কেজি দুধ ৬০ টাকা, গরুর মাংস ৬৩০ টাকা, চিনি ১১৪ টাকা, ছোলা ৯২ টাকা, তেল ১৬৮ টাকা, আটা ৪১ টাকা, খেজুর ১৯০ টাকা, মুড়ি ৭৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ সুযোগ পেয়ে সাধারণ ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
একজন ক্রেতা শামসুল ইসলাম জানান, অনেক দিন পর তিনি গরুর মাংস কিনতে পারলেন। মূল্যবৃদ্ধির কারণে এতদিন কেনার সাহস পাননি। আরেক ক্রেতা নজরুল ইসলাম চান, সপ্তাহে দুই দিন নয়, পুরো রমজান মাসজুড়ে এই বিক্রয় কেন্দ্র চালু থাকুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, সাধারণ মানুষের সহায়তায় প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এ বিক্রয় কেন্দ্র চালু থাকবে। একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস কিনতে পারবেন।