সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Logo

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ

Journalist Name

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩পিএম

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ

হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা ডিগ্রী কলেজে জাকজমকভাবে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ক্লাস উদ্বোধনও করা হয়েছে। 

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় কলেজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.শামীম আরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল সামাদ খান, জাঃবিঃ প্রতিনিধি বিদ্যাৎসাহী সদস্য মোঃ রইসুল ইসলাম, ডিজির প্রতিনিধি বিদ্যাৎসাহী মোঃ শরিফুল আলম, কলেজ চিকিৎসা প্রতিনিধি ডাঃ সহিদুল ইসলাম, শিক্ষা বোর্ডের প্রতিনিধি বিদ্যাৎসাহী আইরিন জাফর,কলেজ হিতৈষী মোহাম্মদ শাহাদাৎ হোসেন,শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক মোহাঃ হাসমত দৌলা,শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক সালেহা আখতার।

কলেজে‌ সহকারী অধ্যাপক মোঃ শাহিন আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ শাহানুর ইসলাম মিঠু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ এনামুল হক মন্ডল। ব্যবস্থাপনায় মোঃ রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ।